ব্যবসা সব সময় এগিয়ে গেছে ভিন্ন কিছু থেকে। নতুন কোন কিছু যা সব সময় মানুষের মন কড়েছে। উপস্থাপনা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু কোন ফেলনা জিনিস থেকে যখন ব্যবহার উপযোগী কোন বস্তুতে রুপান্তর করে ব্যবসার শুরু করা যায় তখন তা আরও বেশী অর্থবহুল হয়ে ওঠে। তেমনি কলাগাছ থেকে তৈরী করা হচ্ছে সুতা। যা সৃষ্টি করছে নতুন সম্ভাবনার। দেখুন কিভাবে কলাগাছ থেকে সুতা তৈরী করা হচ্ছে। (ভিডিও)