অ্যাপল ইনকরপোরেটেডের কর্মীদের বেতনের তালিকা তৈরি করেছে সংবাদভিত্তিক ওয়েব পোর্টাল ‘বিজনেস ইনসাইডার’। সে তালিকা থেকে শীর্ষ দশ এখানে প্রকাশ করা হলো। স্বভাবতই প্রধান নির্বাহী থেকে শুরু করে উচ্চপর্যায়ের নির্বাহীদের বেতনের তথ্য এই তালিকায় উল্লেখ করা হয়নি।
জ্যেষ্ঠ পরিচালক বেতন: ৩ লাখ ৯ হাজার ১১৩ ডলার (বার্ষিক)। পরিচালক বেতন: ২ লাখ ৫৪ হাজার ডলার। সফটওয়্যার প্রকৌশল পরিচালক বেতন: ২ লাখ ৩০ হাজার ৫৫১ ডলার। জ্যেষ্ঠ পরামর্শক বেতন: ২ লাখ ১৩ হাজার ৫৭৯ ডলার। ক্রিয়েটিভ ডিরেক্টর বেতন: ২ লাখ ১০ হাজার ডলার।
জ্যেষ্ঠ প্রকৌশল ব্যবস্থাপক বেতন: ২ লাখ ৪ হাজার ১০০ ডলার। সফটওয়্যার প্রকৌশল ব্যবস্থাপক (২) বেতন: ২ লাখ ১ হাজার ৫১২ ডলার। ব্যবস্থাপক (৩) বেতন: ২ লাখ ৩৩ ডলার। প্রকৌশল ব্যবস্থাপক (২) বেতন: ১ লাখ ৯৭ হাজার ৩৯৩ ডলার। জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশল ব্যবস্থাপক বেতন: ১ লাখ ৯৪ হাজার ৭৮৬ ডলার।
তথ্যসূত্র: গ্লাসডোর