রাজধানীর বেইলি রোডের ফখরুদ্দিন বিরিয়ানিকে মেয়াদোত্তীর্ণ পচা ও ছত্রাকপড়া টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করে কাবাব তৈরি করায় পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুর ১২টার দিকে রাজধানীর বেইলি রোডের ফখরুদ্দিন বিরিয়ানি কারখানায় অভিযান চালিয়ে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ সাজা দেন।
সারওয়ার আলম বলেন, ফখরুদ্দিন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। অনেক বড় বড় স্থানে এ প্রতিষ্ঠানের খাবার নেয়া হয়। এমন একটি প্রতিষ্ঠানের খাবারে এভাবে ভেজাল মেশানো হবে, সেটা কোনোভাবেই কাম্য নয়। এ প্রতিষ্ঠানের ম্যানেজারকে সতর্ক করে দেয়া হয়েছে। ভবিষ্যতে এমন কাজ করা হলে এর চেয়েও বড় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সকাল ১১টার দিকে শান্তিনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হলুদ-মরিচ ভাঙানোর কারখানায় দেখা যায়, পচা টোস্ট বিস্কুট ভাঙানো হচ্ছে। পরে কারখানার মালিকের কাছ থেকে তথ্য নিয়ে ফখরুদ্দিন বিরিয়ানিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
শান্তিনগর বাজারে ছয়টি মাংসের দোকানে অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখানে গরুর মাংস ৪৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। এছাড়া ফ্রিজে রেখে দীর্ঘদিনের মাংস বিক্রি হয়ে আসছিল।
তথ্যসূত্র: আরটিভি অনলাইন।