চলছে বসন্তকাল। কিন্তু এ যেন গ্রীষ্মের উত্তাপ শুরু হয়েছে প্রকৃতিতে।এ সময় ধুলোবালি আর ঘামে ত্বকের অবস্থা নাজেহাল। এই নাজেহাল অবস্থা দূর করতে ওয়েট টিস্যুর উপকারিতা অপরিসীম। ওয়েট টিস্যু হল ভেজা টিস্যু। এটি ত্বকের গভীরের ময়লা দূর করে এবং ত্বক সতেজ করে। মার্কেট গুলোতে ওয়েট টিস্যুর দাম ১৫০-২৫০ টাকা, তবে তৈরীর পদ্ধতি জানা থাকলে ঘরেই বানিয়ে নিতে পারেন এই ওয়েট টিস্যু।
চলুন তাহলে জেনে নিই, কি কি লাগবে:
একটি কাচের/প্লাস্টিকের স্বচ্ছ ঢাকনাওয়ালা বক্স টিস্যু। এলোভেরা জেল – ১ টেবিল চামচ হালকা কুসুম গরম পানি- ২ কাপ ইক্যাপ – ২ টি।
পদ্ধতি: বক্সে হালকা গরম পানি নিয়ে নিন। এতে এলোভেরা জেল এবং ই ক্যাপ মিশিয়ে হালকা নাড়ুন, এ পর্যায়ে টিস্যু গুলো দিয়ে দিন এবার পানি ঠান্ডা হলে ফ্রীজে রাখুন। এটি একবার বানিয়ে ৭-৮ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। (এখানে চারকোনা টিস্যু ২০ টির পরিমাপ দেয়া)
ব্যবহার: ১/মেকআপ তুলতে ব্যবহার করতে পারেন এই টিস্যু। ২/ ত্বকের ঘাম মুছতে পারেন এটি দিয়ে। ৩/জিপ লক ব্যাগে করে এটি সহজেই বহন করতে পারবেন। ব্যাস!! হয়ে গেল আপনার ঘরে তৈরি ওয়েট টিস্যু, বেচে গেল আপনার ১৫০-২০০/- আর এটি কেনা টিস্যু থেকে কোন অংশে কম নয়।
আনিকা আফরিন
উদ্যোক্তার খোঁজে ডটকম।