গরমের আরাম ঠান্ডা। অনেকেই ত্বকের সতেজতায় ত্বকে আইস রাব করে।বরফ দিয়ে ত্বকে ম্যাসাজ করা কে,আইস রাব বলে।এটি ত্বককে সতেজ করে এবং ত্বকের ক্লান্তিজনক ভাব দূর করে। পানি দিয়ে বানানো আইস দিয়ে রাব অনেকেই করেন তবে আজ আমি জানাবো হারবাল আইস বার বানানোর সহজ পদ্ধতি, কি? অবাক লাগছে? চলুন জেনেই নেই হারবাল আইস বার বানানোর পদ্ধতি:
যা যা লাগবে: মাঝারি গোল সাইজের আলু-১ টি, টক দই-২ টেবিল চামচ, গোলাপ জল-৬-৭ টেবিল চামচ, হলুদ গুড়ো-হাফ চামচ,
গোলাপের শুকনো পাপড়ি-১৫-২০ টি, বাটি-১ টি, আইস ট্রে-১ টি।
পদ্ধতি: প্রথমেই আলু ছোলকা ছাড়িয়ে রস বের করে নিন। আলুর রস একটি পাএে রাখুন।এবার একে একে টক দই,গোলাপ জল,হলুদ গুড়ো এক সাথে মিক্স করে নিন।সবশেষে গোলাপের পাপড়ি দিন। এবার সব মিক্স করা উপকরন আইস ট্রে তে দিয়ে দিন এবার ডিপ ফ্রিজে রাখুন বরফ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ব্যবহার: প্রতিদিন ২ টো আইস ত্বকে ব্যবহার করুন,মুখ গলা এবং ঘাড় এ ও ম্যাসাজ করে লাগান,তবে লাগানোর আগে অবশ্যই ত্বক পরিস্কার করে নিবেন। উপকারিতা: এটি ত্বক সতেজ ও কোমল করবে। এটি তাৎক্ষনিক ত্বক উজ্জল করবে। ত্বক হেলদি করবে। ত্বকের ক্লান্তি দূর করবে। ব্যাস,হয়ে গেল আপনার হারবাল আইস রাব। গরমে ত্বককে আরাম দিতে এই হারবাল আইস বার হোক আপনার সঙ্গী।
লেখক:
আনিকা আফরিন।
উদ্যোক্তার খোঁজে ডটকম।