1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

মার্কেটিংয়ে ব্যবসার সফলতা!

বর্তমান প্রতিযোগীতার বাজারে ব্যবসায় বানিজ্য আগের থেকে অনেক বেশী কঠিন। যদিও বা তথ্য প্রযুক্তির যুগে এসে কিছু বাড়তি সুবিধা পাচ্ছে ব্যবসায়ীরা। আর নতুন করে যারা ব্যবসায়ে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে আগের থেকে অধিক ঝুঁকি বহন করতে হচ্ছে। তবে ব্যবসা বানিজ্যের পরিধি বাড়ার সাথে সাথে নতুন নতুন সুযোগের দুয়ারও খুলছে প্রতিনিয়ত। সেই সাথে কৌশলগত দিকগুলোতে নিয়মিত একটু নজর দিতে পারলে ব্যবসায়ে সফলতা খুব কঠিন কিছু নয়।

পন্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে কোন একটি ব্যবসায়ের আয় আসে। আর এই আয়কে নিয়মিত করতে সঠিক উপায়ে দক্ষতার সাথে মার্কেটিং করতে হয়। এজন্য কোন একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিভাগটি হয় সেলস এন্ড মার্কেটিং। কারন আয়ের উপরেই কোন একটি ব্যবসায়ের ভাগ্য নির্ধারিত হয়। আর আয় না থাকলে সে ব্যবসায়টি মুখ থুবরে পড়তে খুব বেশী সময় লাগে না। সঠিক পন্থায় দক্ষতার সাথে মার্কেটিং পরিচালনা করতে পারলেই আয়ের সঞ্চালন নিয়মিত হয়।

আমাদের অধিকাংশ ষ্টার্ট আপগুলো ক্ষতিগ্রস্থ্য হওয়ার পেছনে সবচেয়ে বড় কারন মার্কেটিং। অধিকাংশ ব্যবসায়ের মার্কেটিং বিফল হওয়ার পেছনে অতি সাধারন কিছু কারন আছে। বিষয়গুলো সত্যিই খুব সাধারন যা গুরুত্বসহকারে না দেখার কারনে আমরা সফলতার খুব কাছ থেকে ফিরে আসছি।

টার্গেট কাষ্টমারের পছন্দ অপছন্দ ও চাহিদা চিহ্নিত করতে পারছেন না।
টার্গেট কাষ্টমারের কাছে পৌছানোর জন্য সঠিক পন্থা অবলম্বন করতে পারছেন না।
টার্গেট কাষ্টমারের পেছনে লেগে থাকতে পারছেন না।

আপনার পন্য বা সেবার টার্গেট কাষ্টমারকে সঠিক উপায়ে বিশ্লেষন করতে পারলে প্রথম সমস্যার সমাধান পেয়ে যাবেন। দ্বিতীয় সমস্যার সমাধান আরও সহজ। ব্যবসায়ের ধরন অনুযায়ী আপনাকে কৌশলের প্রয়োগ করতে হবে। আর পরের ব্যাপারটি ফলোআপ। টিন এইজ বয়সের প্রেম আর কি! পছন্দের মানুষের বাড়ির আশেপাশে কিংবা তার আসা যাওয়ার পথে তাকে লক্ষ রাখার মত ব্যাপার!

কোন একটি ব্যবসায়ে সফলতা পেতে হলে উদ্যোম বিক্রি করতে হবে আপনাকে। একটা পন্যের ফিচার যতটা না বিক্রয়কে প্রভাবিত করে তার থেকে বেশী আপনার উদ্যোম বিক্রয়কে সহায়তা করে। আর পন্যমান ও যৌক্তিক মুল্য তো অবশ্যই থাকতে হবে। আজকের একজন সন্তুষ্ট ক্রেতা আপনার ব্যবসার জন্য আগামীর সমৃদ্ধি।

যারা ব্যবসা শুরুর পরিকল্পনা করছেন অবশ্যই আগে থেকে বাজার বিশ্লেষন করুন। যা আপনার ব্যবসায়িক ঝুঁকি কমাতে সাহায্য করবে। সেই সাথে প্রতিযোগীদের চিহ্নিত করার পাশাপাশি প্রতিযোগীতা মোকাবেলার কৌশল ও ধরন বুঝতে সহায়তা করবে। আর হ্যা অবশ্যই আপনার ব্যবসায়ের মুল বাজেটের একটি বড় অংশ বাজেট করুন ব্যবসায়ের মার্কেটিংয়ের জন্য। শুভকামনা আপনার ব্যবসায়ের সফলতার পথে।

লেখক:
মোঃ মাসুদুর রহমান মাসুদ
উদ্যোক্তার খোঁজে ডটকম।

More News Of This Category