পরিসংখ্যান অনুযায়ী, ১০০টি নতুন ব্যবসার উদ্যোগের মধ্যে মাত্র ১০টি সফল হয়। আবার এই ১০টির মধ্যে ৯টিই ৫ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। – কখনও কি ভেবে দেখেছেন, কেন এমন হয়?
ব্যবসার আইডিয়া বাস্তবায়নে যথেষ্ঠ পরীক্ষা নীরিক্ষা না করে, তাড়াহুড়া করে কাজ করা নতুন ব্যবসা ব্যর্থ হওয়ার একটি অন্যতম কারণ বলে মতামত দিয়েছেন বেশ কয়েকজন উদ্যোক্তা।
একটি আইডিয়া মাথায় এলেই তা নিয়ে মার্কেটে নেমে যাওয়াটা বোকামী। আইডিয়াটা মার্কেটে কতটা চলবে, মানুষ আসলেই এই জিনিস চায় কিনা, আইডিয়া বাস্তবায়ন করার খরচ মার্কেট থেকে দ্রুত উঠিয়ে আনা সম্ভব কিনা – ইত্যাদি অনেক বিষয় মাথায় রেখে কাজ করা উচিৎ।
বিশেষ করে তরুণ উদ্যোক্তারা যে কোনও একটি ভালো আইডিয়া পেলে উত্তেজনার কারণে খুব বেশি চিন্তা না করেই কাজে নেমে পড়েন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই আইডিয়াকে সফল করতে পারেন না।
এর কারণ খুব বেশি আত্মবিশ্বাসী হয়ে তাড়াতাড়ি করা। সফল হওয়ার আশা করাটা অবশ্যই ভালো। কিন্তু পুরোপুরি আবেগ দিয়ে ব্যবসা হয় না। কোনও একটি আইডিয়া মাথায় আসলে, প্রথমেই বড় বিনিয়োগ না করে অল্প অল্প করে পরীক্ষামূলক ভাবে পন্য বা সেবা বাজারে ছাড়া উচিৎ।
সেটার সম্ভাবনা কতটুকু, মানুষ সেগুলো কিভাবে গ্রহণ করছে, ভালো ভাবে না চললে কি ধরনের পরিবর্তন আনতে হবে – ইত্যাদি বিষয় বিবেচনা না করলে উদ্যোগ ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি।
একটি নতুন পন্য বা সার্ভিসের আইডিয়া প্রথমে অল্প কিছু মানুষের ওপর পরীক্ষা করতে হয়। সেখান থেকে পাওয়া মতামত ও ফলাফলের ভিত্তিতে পারফেক্ট প্রোডাক্টটি গড়ে তুলতে হয়। এভাবে না করে, তাড়াহুড়া করে বাজারে নামলে, ব্যবসা বা উদ্যোগ কখনওই সফল হবে না।