1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

শাওমির নতুন স্মার্টফোন বাজারে!

দেশের বাজারে এসেছে শাওমির নতুন মডেলের স্মার্টফোন রেডমি ফাইভ প্লাস। ৫ দশমিক ৯৯ ইঞ্চি ডিসপ্লের ফোনটিতে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম রয়েছে। ধাতব কাঠামোর ফোনটির পেছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।

সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, সেলফি ফ্ল্যাশ লাইট। ফুল-স্ক্রিন ডিসপ্লের স্মার্টফোনটি দেশে বিপণন করছে সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড। এর দাম ১৭ হাজার ৯৯০ টাকা। অনলাইনে কিকশা ডটকম থেকে কিস্তিতে এটি কেনার সুযোগ রয়েছে।

সোলার ইলেকট্রোর প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, ভারতে ই-কমার্স প্ল্যাটফর্ম হলো স্মার্টফোন ক্রয়–বিক্রয়ের প্রধান মাধ্যম। দেশেও শাওমির নতুন কোনো মডেল এলে প্রথমে ই-কমার্স প্লাটফর্মগুলোয় পাওয়া যায়। ই-কমার্স প্ল্যাটফর্মের ওপর মানুষের যাতে আগ্রহ বাড়ে, সে উদ্যোগ নেওয়া হয়েছে।

তথ্যসুত্র: প্রথমআলো ডটকম।

More News Of This Category