1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

কোন ব্যাংকের শীর্ষ নির্বাহী কত বেতন পান!

দেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলো প্রতিবছর প্রধান নির্বাহীদের বার্ষিক বেতন-ভাতার পরিমাণ উল্লখ করে আর্থিক প্রতিবেদন তৈরি করে। আর ওই প্রতিবেদনে নির্বাহীদেরকে ব্যাংক বাৎসরিক ও প্রতি মাসে গড়ে কত টাকা বেতন-ভাতা বাবদ পরিশোধ করেছে উল্লেখ করতে হয়।

৪৮টি ব্যাংকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৭ সালের দেশিয় ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের মধ্যে সর্বোচ্চ বেতন-ভাতা পেয়েছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী রেজা ইফতেখার।

দ্বিতীয় সর্বোচ্চ বেতন-ভাতা পেয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আনিস এ খান। বছরটিতে তৃতীয় সর্বোচ্চ বেতনধারী শীর্ষ ব্যাংক নির্বাহী দ্য সিটি ব্যাংকের এমডি ও সিইও সোহেল আরকে হোসেন।

গত বছর ব্যাংকের শীর্ষ ১০ বেতনধারী অন্য প্রধান নির্বাহীরা হলেন যথাক্রমে, এনআরবি ব্যাংকের মো. মেহমুদ হোসেন, এক্সিম ব্যাংকের ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, মার্কেন্টাইল ব্যাংকের কাজী মসিহুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মো. হাবিবুর রহমান, আইএফআইসি ব্যাংকের শাহ আলম সারওয়ার, যমুনা ব্যাংকের শফিকুল আলম ও ওয়ান ব্যাংকের এম ফখরুল আলম।

২০১৭ সালে ইস্টার্ন ব্যাংক আলী রেজা ইফতেখারকে বেতন-ভাতা বাবদ পরিশোধ করেছে ২ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকা। এ হিসাবে বেতন-ভাতা বাবদ তিনি ব্যাংকটি থেকে পেয়েছেন প্রতি মাসে গড়ে ১৭ লাখ ৯৫ হাজার টাকা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আনিস এ খানকে বেতন-ভাতা বাবদ পরিশোধ করেছে ১ কোটি ৮২ লাখ ৭৫ হাজার টাকা। অর্থাৎ প্রধান নির্বাহী হিসেবে প্রতি মাসে গড়ে ১৫ লাখ ২৩ হাজার টাকার আর্থিক সুবিধা পেয়েছেন তিনি।

সিটি ব্যাংক তাদের এমডি সোহেল আরকে হোসেনকে বেতন-ভাতা বাবদ পরিশোধ করেছে ১ কোটি ৭৫ লাখ ৯৪ হাজার টাকা। এ হিসাবে প্রতি মাসে গড়ে ১৪ লাখ ৬৬ হাজার টাকা পেয়েছেন এ ব্যাংকার।

এনআরবি ব্যাংক তাদের প্রধান নির্বাহী মো. মেহমুদ হোসেন বেতন-ভাতা বাবব ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেছে। অর্থাৎ এ ব্যাংকারকে প্রতি মাসে গড়ে ১৩ লাখ ৯৭ হাজার টাকা পরিশোধ করেছে ব্যাংকটি।

এক্সিম ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াকে গত বছর বেতন-ভাতা বাবদ পরিশোধ করেছে ১ কোটি ৬২ লাখ ১ হাজার টাকা। এ হিসাবে প্রতি মাসে গড়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা পেয়েছেন এ ব্যাংকার।

মার্কেন্টাইল ব্যাংকের এমডি কাজী মসিহুর রহমান বেতন ভাতা বাবদ পেয়েছেন ১ কোটি ৬১ লাখ ৩৮ হাজার টাকা। অর্থাৎ প্রতি মাসে গড়ে ১৩ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে এ ব্যাংকারকে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান নির্বাহী মো. হাবিবুর রহমান প্রতি মাসে গড়ে ১৩ লাখ ১৯ হাজার টাকা বেতন-ভাতা পেয়েছেন। ২০১৭ সালে তিনি ব্যাংকটি থেকে মোট আর্থিক সুবিধা পেয়েছেন ১ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে আইএফআইসি ব্যাংকের এমডি ও সিইও এম শাহ আলম সারওয়ার ২০১৬ সালে উচ্চবেতন-ভাতা প্রাপ্ত শীর্ষ নির্বাহীদের তালিকায় ষষ্ঠ স্থানে থাকলেও বিদায়ী বছরে কিছুটা পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন। বেতন-ভাতা বাবদ ২০১৭ সালে ব্যাংকটি তাকে পরিশোধ করেছে ১ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা।

তথ্যসূত্র: বণিক বার্তা

More News Of This Category