সাইকেল চালিয়ে পদ্মা নদী পাড়ি দিলেন সাইফুল ইসলাম নামের এক যুবক। দীর্ঘ প্রচেষ্টার পর নিজের তৈরি সৌর শক্তি চালিত সাইকেল নিয়ে পদ্মা পাড়ি দেন তিনি। সাইফুলের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার পাইকপাড়া গ্রামে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা সৌর শক্তি আলোর সালথা উপজেলা শাখার ব্যবস্থাপক।
সাইফুল ইসলাম প্রায় এক ঘন্টা সাইকেল চালিয়ে পদ্মার ২০০ মিটার ক্যানেল অতিক্রম করে বাড়ি ফেরেন। এসময় তাকে দেখতে নদীর পাড়ে অনেক মানুষ ভিড় করেন। দীর্ঘ ছয় মাস চেষ্টায় চালিয়ে সৌরবিদ্যুৎ চালিত এ সাইকেলটি তৈরি করেন সাইফুল ইসলাম।
এটি জল-স্থলে চলতে পারে। বলা যায়, উভচরে চলে সাইফুলের সৌরবিদ্যুৎ চালিত সাইকেল। তার কাঙ্ক্ষিত স্বপ্ন পুরোপুরি পূরণ করতে আরও আধুনিকায়ন করতে চান সাইকেলটি। স্বপ্ন দেখেন এমন একটি সাইকেল তৈরি করবেন, যা দিয়ে আকাশে ওড়া যাবে। তথ্যসূত্র: ইন্টারনেট।