1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

সিম্ফনির নতুন স্মার্টফোন বাজারে

দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘আই ৯৫’ আনল সিম্ফনি মোবাইল। ফোরজি নেটওয়ার্ক–সমর্থিত ফোনটিতে ২ জিবি র‍্যাম ও ৫ দশমিক ৪৫ ইঞ্চি মাপের ডিসপ্লে রয়েছে। ফোনটিতে রয়েছে তিন হাজার এমএএইচ লি-পলিমার ব্যাটারি।

সিম্ফনির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমচালিত ফুল ভিশন ডিসপ্লের ফোনটিতে আইপিএস এলসিডি প্যানেল ও অন স্ক্রিন নেভিগেশন বাটন রয়েছে। এর ইন্টারনাল স্টোরজে ১৬ জিবি। এতে আছে ফেস আনলক সুবিধা।

ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এ ছাড়া জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ও লাইট সেন্সর ফিচার আছে এতে।

ফোনটির দাম ৭ হাজার ৯৯০ টাকা। চার রঙে এটি বাজারে এসেছে। ফোনের সঙ্গে গ্রামীণফোনের বান্ডেল অফার রয়েছে।

More News Of This Category