শুরু হয়েছে সিম্ফনির নতুন ক্যাম্পেইন ‘সিম্ফনি মেগা ধামাকা অফার’। এর আওতায় সিম্ফনির নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে গ্রাহকরা জিতে নিতে পারবেন বিদেশ ভ্রমণের এয়ার টিকেট, মোটরসাইকেল অথবা নিশ্চিত ক্যাশব্যাক।
সিম্ফনির জেড ১০, পি১১, আই ৭৫, আই ৬০, আই ১০ প্লাস, আই ১০০, আই ৯০, ভি ৭৮, ভি ৭৫ এম ২জিবি, ভি ১৪০, ভি ১৩৫ মডেলের স্মার্টফোন কিনে এ ক্যাম্পেইনে অংশ নেয়া যাবে। এছাড়া হ্যালিও এস ৬০ এবং হ্যালিও এস ৫ এ ধামাকা অফারের আওতায় রয়েছে।
সিম্ফনি সূত্রমতে, সর্বোচ্চ ৫ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় থাকছে প্রতি হ্যান্ডসেটে। প্রতিদিন থাকছে নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বালি, কলকাতা রিটার্ন এয়ার টিকিট। এছাড়া প্রতি সপ্তাহে একটি মোটরবাইক। সঙ্গে মিলবে সেলফোন অপারেটরের দেয়া বান্ডেল অফার।
এ অফার পেতে রিটেইলারের মাধ্যমে ঋই<স্পেস>১৫ ডিজিটের ওগঊও নাম্বার<স্পেস>কাস্টমারের মোবাইল নম্বর এসএমএসের মাধ্যমে ২৫৯৫৯ নম্বরে পাঠাতে হবে।