মুদ্রাবাজারে ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় নিম্নমুখী হয়ে পড়েছে স্বর্ণের বাজার। গতকাল পণ্যটির দাম কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। খবর রয়টার্স।
স্পট মার্কেটে স্বর্ণের দাম কমেছে দশমিক ৩ শতাংশ। এ বাজারে পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২২২ দশমিক ৩১ ডলারে লেনদেন হয়। লেনদেনের একপর্যায়ে পণ্যটির দাম ১ হাজার ২২১ দশমিক ১ ডলারে নেমে আসে, যা ১ নভেম্বরের পর থেকে সর্বনিম্ন।
যুক্তরাষ্ট্রে অগ্রিম চুক্তির বাজারে স্বর্ণের দাম কমেছে দশমিক ২ শতাংশ। এ বাজারে পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২২৬ দশমিক ৩ ডলারে লেনদেন হয়। এদিন মুদ্রাবাজারে ডলার সূচক দশমিক ২ শতাংশ বেড়েছে।
আগের অধিবেশনে সূচকটি দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছিল। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম কমেছে দশমিক ৫ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৪ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়।
প্যালাডিয়ামের দাম কমেছে দশমিক ৫ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ১২৭ দশমিক ৫৫ ডলারে লেনদেন হয়। আগের অধিবেশনে পণ্যটির দাম ১ হাজার ১৩৯ দশমিক ৫০ ডলারে পৌঁছে গিয়েছিল, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড।
প্লাটিনামের দাম কমেছে দশমিক ২ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৮৭০ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়। গত বুধবার পণ্যটির দাম ৮৭৭ দশমিক ৫০ ডলারে পৌঁছে গিয়েছিল, যা গত ২৫ জুনের পর থেকে সর্বোচ্চ দামের রেকর্ড।