1. [email protected] : editorpost :
  2. [email protected] : jassemadmin :

স্বর্ণের দাম সর্বনিম্ন!

মুদ্রাবাজারে ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় নিম্নমুখী হয়ে পড়েছে স্বর্ণের বাজার। গতকাল পণ্যটির দাম কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে স্বর্ণের দাম কমেছে দশমিক ৩ শতাংশ। এ বাজারে পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২২২ দশমিক ৩১ ডলারে লেনদেন হয়। লেনদেনের একপর্যায়ে পণ্যটির দাম ১ হাজার ২২১ দশমিক ১ ডলারে নেমে আসে, যা ১ নভেম্বরের পর থেকে সর্বনিম্ন।

যুক্তরাষ্ট্রে অগ্রিম চুক্তির বাজারে স্বর্ণের দাম কমেছে দশমিক ২ শতাংশ। এ বাজারে পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২২৬ দশমিক ৩ ডলারে লেনদেন হয়। এদিন মুদ্রাবাজারে ডলার সূচক দশমিক ২ শতাংশ বেড়েছে।

আগের অধিবেশনে সূচকটি দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছিল। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম কমেছে দশমিক ৫ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৪ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়।

প্যালাডিয়ামের দাম কমেছে দশমিক ৫ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ১২৭ দশমিক ৫৫ ডলারে লেনদেন হয়। আগের অধিবেশনে পণ্যটির দাম ১ হাজার ১৩৯ দশমিক ৫০ ডলারে পৌঁছে গিয়েছিল, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড।

প্লাটিনামের দাম কমেছে দশমিক ২ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৮৭০ দশমিক ৬০ ডলারে লেনদেন হয়। গত বুধবার পণ্যটির দাম ৮৭৭ দশমিক ৫০ ডলারে পৌঁছে গিয়েছিল, যা গত ২৫ জুনের পর থেকে সর্বোচ্চ দামের রেকর্ড।
More News Of This Category