1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

ট্রাভেল এজেন্সী ব্যবসা শুরুর বিস্তারিত প্রক্রিয়া

পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময় বাংলাদেশ। এদেশের পর্যটন খাতের এমন সম্ভাবনাকে ঘিরে বিদ্যমান এজেন্সি গুলোর পাশাপাশি নিত্যনতুন ট্রাভেল এজেন্সি গড়ে উঠছে। বৈধ উপায়ে ট্রাভেল এজেন্সি পরিচালনায় আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্স প্রাপ্ত হতে হবে। কিভাবে ট্রাভেল এজেন্সির লাইসেন্স পাবেন বা নিবন্ধন করবেন সে নিয়ম গুলো এখানে তুলে ধরা হলো –

ট্র্যাভেল এজেন্সির নিবন্ধন প্রক্রিয়া: ১. বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে নিবন্ধিত ও নিয়ন্ত্রিত ট্রাভেল এজেন্সিসমূহের নিবন্ধন ও নবায়ন কার্যক্রম অনলাইনে সম্পাদন করার জন্য ‘ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম (TAMS) চালু করা হয়।

২০১৮ সালের ১ জানুয়ারি হতে এই অনলাইন কার্যক্রম শুরু হয়। নতুন এজেন্সির নিবন্ধন ও বিদ্যমান এজেন্সির নবায়ন সহ যাবতীয় কার্যক্রম এর জন্য আবেদন করতে নিম্নোক্ত ওয়েবসাইটে লগইন করতে হবে৷ www.regtravelagency.gov.bd

২। ট্রাভেল এজেন্সি রেজিস্ট্রেশন ৩ বছরের জন্য অনুমোদন দেয়া হয় এবং এটি পুনঃ নবায়ন যোগ্য। ৩। ওয়েবসাইটে যথাযথভাবে পূরণ কৃত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল: আবেদন ফি জমার ট্রেজারি চালানের মূল কপি,
হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি।

টিআইএন সনদ, ব্যবসায়িক ঠিকানার সমর্থনে হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ/বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও ভাড়া পরিশোধের রশিদ, লিমিটেড কোম্পানি/ অংশীদারি প্রতিষ্ঠান হলে সার্টিফিকেট অব ইন কর্পোরেশন-এর সত্যায়িত অনুলিপি, আর্টিকেল অব এসোসিয়েশন/অংশীদারি চুক্তি,
৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফ নামা, নূন্যতম ১০ (দশ) লক্ষ টাকা স্থিতির ব্যাংক সার্টিফিকেট, রেজিস্ট্রেশন ফি ও ভ্যাট জমার ট্রেজারি চালানের মূল কপি।

৪। আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত কোডে আবেদন ফি জমা দিয়ে ট্রেজারি চালানের কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে মন্ত্রণালয়ে আবেদন দাখিল করা হলে তা ১৫ (পনের) দিনের মধ্যে পরীক্ষাপূর্বক সঠিকতা নির্ণয় করা হয়।

৫। আবেদন ফি বাবদ ৫,০০০/- টাকা ১-৫৩০১-০০০১-১৮১৬ নং কোডে “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সচিবালয়-সচিবালয় ফার্মস এন্ড কোম্পানীজ রেজিস্ট্রেশন ফিস”-এর অনুকূলে জমা প্রদান। ৬। সঠিক প্রতীয়মান হলে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ও ভ্যাট জমা প্রদানের জন্য ১৫ (পনের) দিনের মধ্যে দাবিপত্র জারি করবে।

৭। রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০,০০০/- টাকা ১-৫৩০১-০০০১-১৮১৬ নং কোডে “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সচিবালয়-সচিবালয় ফার্মস এন্ড কোম্পানীজ রেজিস্ট্রেশন ফিস”-এর অনুকূলে; এবং ভ্যাট বাবদ-৭,৫০০/- টাকা ১-১১৩৩-০০১০-০৩১১ নং কোডে ট্রেজারি চালানমূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা প্রদান।

৮। ট্রেজারি চালানের মূল কপি প্রাপ্তির পর তা অন-লাইনে যাচাই করে নিশ্চিত হওয়া বাঞ্ছনীয়। ৯। নিশ্চিত হলে এজেন্সির অনুকূলে ১৫ (পনের) দিনের মধ্যে রেজিস্ট্রেশন সনদ জারি করা হয়। ১০। এছাড়া ট্রাভেল এজেন্সির নবায়ন, অফিস স্থানান্তরের অনুমতি এবং ডুপ্লিকেট সনদ ইস্যুর জন্যও ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েব সাইটে (www.regtravelagency.gov.bd) আবেদনের নির্দিষ্ট ফরম রয়েছে৷

More News Of This Category