1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

বসকে ওকে ইমোজি পাঠানোয় চাকরিচ্যুত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বসকে ‘ওকে’ ইমোজি পাঠানোয় চাকরি হারাতে হয়েছে এক নারী কর্মচারীকে। এই ঘটনা ঘটেছে চীনে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

চীনের একটি অনলাইন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে, কেন্দ্রীয় চীনের হুনান প্রদেশের চাংশা শহরের একটি পানশালায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভুগী ওই কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটে তার বসের বার্তার জবাবে তৎক্ষণাৎ ওকে ইমোজি পাঠান। এতেই ঘটে বিপত্তি।

ঘটনার বিস্তারিত সম্পর্কে বলা হয়েছে, ওই পানশালার ম্যানেজার গত সপ্তাহে ওই কর্মচারীকে উইচ্যাটে বৈঠকের কিছু কাগজপত্র পাঠাতে বলেন। এর জবাবে ওই কর্মচারী শুধু ওকে ইমোজি পাঠান। এতেই রেগে যান পানশালার ম্যানেজার।

ক্ষুব্ধ হয়ে ম্যানেজার জবাবে লিখেন, ‘এমন ম্যাসেজের উত্তরে তোমার টেক্সট করা উচিৎ। তুমি কি নিয়ম জানো না?’ এরপরই তিনি ওই কর্মচারীকে পদত্যাগ করতে বলেন।

এই ঘটনার বস ও ওই কর্মচারীর বার্তা আদান প্রদানের স্কিনশট দেশটিতে ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকে ওই বসের কড়া সমালোচনা করেছেন এবং সেইসঙ্গে অনেকে ওই নারী কর্মচারীর পক্ষ নিয়েছেন।

More News Of This Category