1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

ব্যাংক থেকে ব্যাক্তিগত ঋণ পেতে!

ব্যাংক বিভিন্ন ধরনের লোন দিয়ে থাকে। এর মধ্যে খুব প্রয়োজনীয় এবং বহুল প্রচলিত একটি হচ্ছে পার্সোনাল লোন। এটি একজন ব্যক্তি তার প্রয়োজনে যেকোনো কারনে নিতে পারেন। যদি কেউ লোন নিতে ইচ্ছুক হোন তাহলে এখানে দেখে নিতে পারেন যে আপনি পার্সোনাল লোন এর জন্য আবেদন করতে পারবেন কিনা।
১। বাংলাদেশী নাগরিক হতে হবে।

২। বয়স ২২ থেকে ৬০ বছর হতে হবে।

৩। সরকারি বা বেসরকারি চাকুরীজীবী, ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা অন্য প্রফেশনাল হতে হবে।

৪। সরকারি চাকুরীজীবীর ক্ষেত্রে বেতন ন্যুনতম ১৫০০০ টাকা হতে হবে এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেতন ন্যুনতম ২০০০০ টাকা হতে হবে।

৫। চাকুরীজীবীদের বেতন অবশ্যই একাউন্ট পে হতে হবে (ব্যাংক চেক দিয়ে দেয়া বেতন হলেও হবে)।

৬। প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানে চাকুরি হতে হবে এবং তার সুনাম থাকতে হবে।

৭। চাকুরি পার্মানেন্ট হতে হবে।

৮। চাকুরির বয়স ন্যুনতম ১ বছর হতে হবে এবং বর্তমান প্রতিষ্ঠানে চাকুরির বয়স ন্যুনতম ৬ মাস হতে হবে।

৯। ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা অন্য প্রফেশনাল যারা তাদের মাসিক ইনকাম ন্যুনতম ৩০০০০ টাকা হতে হবে।

১০। ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী বা অন্য প্রফেশনালদের ইনকাম তার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দেখাতে হবে।

১১। ডাক্তার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এবং অন্য প্রফেশনালদের তাদের স্বীয় প্রফেশনে ন্যুনতম ১ বছরের অভিজ্ঞতা/ প্র্যাকটিস থাকতে হবে।

১২। ব্যবসায়ীদের তার ব্যবসায়ে ন্যুনতম ২ বছরের সম্পৃক্ততা থাকতে হবে।
বেতনের বা মাসিক ইনকাম এর সর্বোচ্চ ১০গুন পর্যন্ত লোন দেয়া হয়। অর্থাৎ কারো বেতন বা মাসিক ইনকাম ৪০০০০ টাকা হলে তিনি সর্বোচ্চ ৪০০০০০ টাকা পার্সোনাল লোন পেতে পারবেন।

এখানে যেসব বিষয় বলা হয়েছে তা মূলত ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর জন্য প্রযোজ্য। অন্যান্য ব্যাংকে আবেদন করতে চাইলেও কমবেশি এসব বিষয়ই প্রযোজ্য হবার কথা।

তথ্যসুত্র: ইন্টারনেট।

More News Of This Category