1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

ভিওন কিনে নিচ্ছে বাংলালিংক!

আগে পরিচয় ছিল ভিম্বলকম নামে। এখন ভিওন। নেদারল্যান্ডস ভিত্তিক মোবাইল ফোন ও ইন্টারনেটে সেবাদাতা প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংককে কিনে নিচ্ছে। এক বিবৃতিতে ভিওন এ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে।

কোম্পানিটি বলছে, তারা বাংলাদেশে বাংলালিংকের শতভাগ মালিকানায় থাকা গ্লোবাল টেলিকম হোল্ডিংসের (জিটিএইচ) এই সম্পদ কিনে নিতে চায়।কোম্পানিটি একইসঙ্গে পাকিস্তানে চলমান জজকেও কিনে নেবে। এই প্রস্তাবের আওতায় ভিওন জিটিএইচকে দুই কোম্পানি বাবদ নগদে ২৫৫ কোটি ডলার প্রদান করবে। জিটিএইচের ৫১.৯ শতাংশ শেয়ারের মালিক ভিওন। চুক্তিটি বাস্তবায়ন হলে বাংলাদেশে সরাসরি বাংলালিংককে পরিচালনা করবে ভিওন।

এই চুক্তির অর্থ হচ্ছে ভিওন দ্রুত বর্ধণশীল দক্ষিণ এশিয়ার বাজার ধরতে চায়। কারণ তারা পশ্চিমা ইউরোপ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। চলতি বছরের শেষ প্রান্তিকে দুই কোম্পানির মধ্যে এই লেনদেন হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে বাংলালিংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলছেন, এটা ভিওন ও জিটিএইচের মধ্যকার ব্যাপার। বাংলালিংকের ব্যবসা আগের মতোই চলবে।

তথ্যসূত্র: আরটিভি অনলাইন ডটকম।

More News Of This Category