1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

শাওমির নতুন স্মার্টফোন এমআই ৭!

চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এমআই ৭ তৈরিতে কাজ করছে। এ বছরের জুন নাগাদ নতুন ওই ফোনের ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। নতুন ওই ফোন ঘিরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোয় প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। গুঞ্জন রয়েছে, এমআই ৭ স্মার্টফোনটির ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগের মাধ্যম ওয়েবুর এক পোস্টে এমআই ৭ সম্পর্কে তথ্য প্রকাশিত হয়। তাতে বলা হয়, নতুন ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত উন্নত ক্যামেরা থাকবে। অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমের ফোনটির ওপরে এমআইইউআই ৯ ইন্টারফেস থাকবে। ৬ জিবি র‍্যামের ফোনটিতে ব্যবহৃত হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। এর ক্যামেরা রেডমি নোট ৫ প্রোর মতো হতে পারে।

ফোনটির পেছনে আইফোন টেনের মতো গ্লাস ব্যাক প্যানেল থাকতে পারে। প্রায় বেজেলহীন স্মার্টফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশের ১৬ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, ইউএসবি টাইপ সি, ৩ হাজার ১৭০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকবে।নতুন স্মার্টফোনটির দাম সম্পর্কে বা অন্য দেশে কবে নাগাদ আসতে পারে, সে সম্পর্কে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি শাওমি কর্তৃপক্ষ। তথ্যসূত্র: এনডিটিভি।

More News Of This Category