1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

সফলতার জন্য অহেতুক সমালোচনা ও লোকসজ্জা উপেক্ষা করুন!

ব্যক্তি জীবনে সফলতা অর্জনের জন্য আমাদের অন্যের অহেতুক সমালোচনা ও লোকসজ্জা তথা লোকের নানা কথা উপেক্ষা করা উচিত কারনঃ- ১। নিজের লক্ষে অটুট থাকতে হবে, তবেই সফলতা । এতে লোকের সমালোচনা শুনে পিছিয়ে আশা বা সময় নষ্ট করা বোকামী ছাড়া কিছু নয়।

২। লোকেরা আপনার মত লক্ষে নিজেদের নিয়া কাজ করেনা। তারা তাদের অবসরে আপনার খুত গুলো টেনে বের করে সময় কাটানোর চেষ্টা করবে ,যাতে কান দেওয়া একদমই উচিত না। ৩। লোকেরা শুধু অপরের দুর্নাম করে তাকে হেনস্থা করতে পারে। লক্ষ্যে বাধার সৃষ্টি করতে পারে। কখনো ভাল পথা দেখাবেনা বা আপনাকে সাহায্যও করবেনা।

৪। লোকের মধ্যে অনেকেই আপনার কাজে ঈর্ষান্বিত হয়ে তারা আপনাকে প্রতিযোগী বানিয়ে কিভাবে আপনাকে পিছে ফেলা যায় তার জন্য নানা চেষ্টা হিসাবে কুৎসা রুটনা অহেতুক সমালোচনা করে আপনাকে ব্যস্ত রাখার চেষ্টা করবে।

৫। লোক ও সমাজের মানুষ তাদের নিজেদের আত্মমর্যাদা ও কথাকে প্রচার করার জন্য আপনাকে সবসময় ডাবিয়ে রেখে নিজেদের জাহির করার চেষ্টা করে বলে তাদের কথা উপেক্ষা করা উচিত। এতেই আপনার লক্ষ্য ঠিক থাকবে। সফল হবেন।

More News Of This Category