1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

অ্যাপে চলে ফ্যান, নিয়ন্ত্রণ স্মার্টফোনে

প্রযুক্তির জয়গান চলছে বিশ্বজুড়েই। জীবন সহজ করতে প্রতিদিনই বাজারে আসছে নিত্য নতুন প্রযুক্তির পণ্য। সেই ধারাবাহিকতায় এবার ঘরের সিলিং ফ্যানের জায়গা দখল করতে যাচ্ছে ‘স্মার্ট ফ্যান’।

এই ফ্যান মোবাইল ফোনে ডাউনলোড করা বিশেষ অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। এটি ঘরের তাপমাত্রা বুঝে প্রয়োজন অনুযায়ী গতিতে ঘুরবে। নতুন এ ফ্যান ইতিমধ্যে ভারতের বাজারে এনেছে দেশটির স্মার্ট প্রোডাস্কট প্রতিষ্ঠান ‘Ottomate International’।

প্রতিষ্ঠানটির ‘Lava’ ব্রান্ডের স্মার্টফোনের মধ্যে রয়েছে একটি কোয়ালকম চিপসেট। যা অ্যাপের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে আবার ঘরের তাপমাত্র বুঝতে পারে।

অন্যান্য ফ্যানের মতো পাঁচটি ধাপে নয়, নিজের খুশি মতো এই ফ্যান অ্যাডজাস্ট করা যাবে। Ottomate Smart App থেকে এই ফ্যান নিয়ন্ত্রণ করা যাবে। আপাতত Android ডিভাইসে এই অ্যাপ ডাউনলোড করা যাবে।

‘অটো মোড’ ছাড়াও Ottomate স্মার্ট সিলিং ফ্যানে রয়েছে ‘ব্রিজ মোড’ আর ‘টার্বো মোড’। ‘ব্রিজ মোড’-এ মিলবে আরামদায়ক বাতাস আর ‘টার্বো মোড’-এ সর্বোচ্চ গতিতে ঘুরবে এই ফ্যান। ‘টার্বো মোড’ আসলে Ottomate স্মার্ট সিলিং ফ্যানের ‘হাই স্পিড’ ফ্যানিং মোড।

More News Of This Category