পচা মাছ-মাংস বিক্রি ও অনুমোদনবিহীন লাচ্ছা সেমাই বিক্রি করায় সুপারশপ আগোরাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রমজান মাস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টি ইন্সটিটিউশনের (বিএসটিআই) সহযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে মহানগরীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপার শপ আগোরা বিএসটিআই’র অনুমোদনবিহীন লাচ্ছা সেমাই, অবৈধভাবে এনার্জি ড্রিংকস-এর গায়ে মানচিহ্ন ব্যবহার ও পচা মাছ-মাংস বিক্রি করছিলো। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে আগোরাকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান।
এছাড়া অনুমোদনবিহীন সস ও টমেটো কেচাপ বিক্রি করায় বার্গার কিংকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
তথ্যসূত্র: বাংলানিউজ ২৪ ডটকম।