বিশ্বব্যাপী মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির মাইলফলক পার হয়েছে। উইচ্যাটের মূল প্রতিষ্ঠান টেনসেন্টের প্রধান নির্বাহী পনি মা এ তথ্য জানান। চীনা এই অ্যাপ্লিকেশন অল-ইন-ওয়ান অ্যাপ হিসেবে মেসেজিং, সোশ্যাল মিডিয়া, মোবাইল পেমেন্ট, গেমস, খবরসহ নানা সুবিধা দেয়।
পনি মা জানান, বিশ্বব্যাপী মাসিক হিসাবে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে উইচ্যাট। ভবিষ্যতে আরও কারিগরি উদ্ভাবন যুক্ত হবে এতে। অবশ্য মার পক্ষ থেকে মাসিক সক্রিয় ব্যবহারকারী ১০০ কোটি জানানো হলেও প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র সম্প্রতি এএফপিকে জানান, ওই অ্যাপের মোট অ্যাকাউন্টের সংখ্যা ১০০ কোটি।
বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহারকারী ফেসবুকের। সাইটটিতে ২১০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সংখ্যা ১৫০ কোটি।
বর্তমানে উইচ্যাটের মোবাইল গেম থেকে আসা লাভ ও উইচ্যাটের ব্যবহার বাড়ায় টেনসেন্টের আয় ও শেয়ারের দাম বেড়েছে। গত বছরে প্রতিষ্ঠানটি বাজারে আর্থিক মূল্যের হিসাবে ফেসবুককে ছাড়িয়ে যায়। ৪৭ বছর বয়সী মা চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তালিকায় উঠে এসেছেন।
সাংহাইভিত্তিক বিলাসবহুল ম্যাগাজিন প্রকাশক হুরুন রিপোর্টে বলা হয়েছে, পনি মার মোট সম্পদের পরিমাণ হতে পারে ৪ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩৯ লাখ কোটি টাকা।
তথ্যসূত্র: ইন্টারনেট।