“একদেশে এক গাধা আর এক শিয়াল ছিলো। গাধা একদিন বললো ঘাস দেখতে লাল। শিয়াল বলে সবুজ। এই নিয়ে বিরাট তর্ক।
দুজনে সেটা মিটাতে না পেরে গেল সিংহের কাছে। সিংহ সব শুনে বললো, গাধাকে মুক্ত করে দাও। শিয়ালকে ১ মাসের জেল দাও।
শিয়াল মনে কষ্ট পেয়ে সিংহকে বললো, “হুজুর, ঘাস কি সবুজ নয়?” সিংহ উত্তরে জানালো, “ঘাস সবুজ আমি তো তা জানি।
আর আমি তো তোকে এজন্যে জেল দেইনি। আমি তোকে জেল দিয়েছি এই জন্যে যে তুই গাধার সাথে তর্ক করেছিস”
মোরালঃ গাধার সাথে তর্ক করবেন না, সে আপনাকে তার স্টেজে নামায়ে নিয়ে আসবে।
তথ্যসুত্র: ইন্টারনেট