হয়তো কোন অ্যানিমেশন মুভি কিংবা সিনেমায় দেখা মিলতে পারে তিন চাকার বাইকের। কিন্তু এবার দৃশ্যমান সামনে এই আধুনিক বাইক আনছে জাপানের বিখ্যাত অটোমোবাইল সংস্থা ইয়ামাহা।
নতুন এই তিন চাকার মোটরসাইকেলের নাম দিয়েছে ‘ইয়ামাহা নিকেন’। জাপানি ভাষায় ‘নি’ মানে দুই। ‘কেন’ মানে হলো তরবারি। তার মানে তিন চাকার এই বাইকটিকে জাপানিরা দুই তরবারি হিসেবে চিনবে।
সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয় ‘৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’তে এই বাইক উন্মোচন করা হয়। এটি মূলত একটি স্পোর্টস ঘরানার বাইক।
বাইকটি তৈরিতে ইয়ামাহা লিনিং মাল্টি হুইলার প্রযুক্তি ব্যবহার করেছে। ইয়ামাহা দাবি করছে তাদের তিন চাকার এই বাইকটি কর্নারিংয়ের জন্য আদর্শ।
ট্রিপল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির দাম বেশ চড়া। এটি শিগগিরই ইতালির মিলানে ইআইসিএমএ শোতে প্রদর্শন করা হবে বলে ধারণা করা হচ্ছে।