দুইটি দেশের পাসপোর্টধারী বিনা ভিসায় ১৮০টি দেশে ভ্রমণ করতে পারেন। ওই দুই দেশের পাসপোর্টকে বলা হচ্ছে ‘সবচেয়ে শক্তিশালী’ পাসপোর্ট। দুইটি দেশই এশিয়ার। একটি জাপান ও অন্যটি সিঙ্গাপুর। সম্প্রতি কোন দেশের পাসপোর্ট কত শক্তিশালী এর ভিত্তিতে একটি তালিকা তৈরী করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স নামে একটি সংস্থা।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিনা ভিসায় প্রবেশের যোগ্যতা দিয়েই তালিকাটি করা হয়েছে। যত দেশে বিনা ভিসায় যাওয়া যায় ওই সংখ্যাটিকে বলা হচ্ছে স্কোর। ১৮০ স্কোর নিয়ে যৌথভাবে শীর্ষে আছে জাপান ও সিঙ্গাপুর। বাংলাদেশের অবস্থান ৯৭ তম। বাংলাদেশের স্কোর ৩৮। ৯৭ তম স্থানে বাংলাদেশের সঙ্গে আরো আছে লেবানন, ইরান, কসোভো। ওই তালিকায় সর্বনিম্ম ১০৫ তম অবস্থানে আছে আফগানিস্তান। ওই দেশের স্কোর ২৪।
তালিকায় শীর্ষ দশ
তালিকায় ১৭৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি। তৃতীয় অবস্থানে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, সুইডেন, স্পেন এবং দক্ষিণ কোরিয়া (১৭৮)। চতুর্থ অবস্থানে আছে নরওয়ে, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পর্তুগাল (১৭৭)। পঞ্চম অবস্থানে আছে সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, (১৭৬)। ষষ্ঠ অবস্থানে আছে বেলজিয়াম, অস্ট্রেলিয়া, গ্রিস (১৭৪)। সপ্তম অবস্থানে আছে নিউজিল্যান্ড, চেক রিপাবলিক ও মাল্টা (১৭৩) অষ্টম অবস্থানে আছে আইসল্যান্ড (১৭২) নবম অবস্থানে আছে হাঙ্গেরি (১৭১)। দশম অবস্থানে আছে লাটভিয়া (১৭০)।
দক্ষিণ এশিয়ার অবস্থান
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে মালদ্বীপ। দেশটির অবস্থান ৫৯ নম্বরে। দেশটির স্কোর ৮৩। এরপর ৮১ তম অবস্থানে আছে ভারত (৫৬)। ৮৫ তম স্থানে আছে ভূটান (৫২)। এরপরই ৯৭ তম স্থানে বাংলাদেশ। ৯৪ তম স্থানে আছে শ্রীলংকা (৪২)। ৯৯ তম স্থানে নেপাল (৩৬)। ১০২ তম স্থানে আছে পাকিস্তান (৩০)। পুরো তালিকার সর্বনিম্ন ১০৫ তম অবস্থানে আছে আফগানিস্তান (২৪)।
তালিকায় নিচের দিকের পাঁচ
একেবারের নিচের দিকে আফগানিস্তানের আগে ১০৪ তম অবস্থানে আছে ইরাক (২৭), ১০৩ তম স্থানে আছে সিরিয়া (২৮), ১০২ তম স্থানে আছে পাকিস্তান (৩০), ১০১ তম অবস্থান আফ্রিকার দেশ সোমালিয়া (৩২)।