হোন্ডার জনপ্রিয় স্পোর্টস কমিউটার বাইক সিবি হর্নেট নতুন ভার্সনে এলো। এটি এবিএস ভার্সন। এতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। আপগ্রডেড সিবি হর্নেটের ডিজাইনে খুব একটা পরিবর্তন আনা হয়নি। তবে হেডল্যাম্পে এলইডি ব্যবহার করা হয়েছে।
ফুয়েল ট্যাঙ্কের উপরে সুন্দর নকশা দেওয়া হয়েছে বাইকের লুক আরও আকর্ষণীয় করার জন্য। এটা তার ভাল স্পিড এর জন্য স্ট্রিট স্পোর্টস ক্যাটাগরিতে রাখা যায়। এজন্য হোন্ডা সিবি হর্নেট শুধু ইন্ডিয়াতে নয় বরং সাউথ আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন ব্যাজ দিয়ে মার্কেটিং করা হয়েছে। সিবি হর্নেটে দেওয়া হয়েছে সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম। যার ফলে বাইকের ব্রেকিং পারফরম্যান্স অনেক বেশি কন্ট্রোলড হয়েছে।
নতুন সিবি হর্নেটে রয়েছে ১৬২.৭ সিসি ইঞ্জিন। সাসপেনশনে কোনও পরিবর্তন করা হয়নি। রয়েছে রিয়ার ড্রাম ব্রেক। এটার শার্প এডজ, কম্পেক্ট বডি ডিজাইন, এক্স-শেপ টেইল-ল্যাম্প এবং মোটা রিয়ার টায়ার এর জন্য ইয়্যাং রাইডারদের জন্য বাইকটি জনপ্রিয়। এছাড়াও বাইকটি ডিজাইন করা হয়েছে এর সেফটি ও কমফোর্ট হিসেবে চিন্তা করে।
তথ্যসূত্র: ইন্টারনেট।