1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

বাংলাদেশের বাজারে এলো ইয়ামাহার স্কুটার

এসিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেল এবং এর খুচরা যন্ত্রাংশের একমাত্র ডিস্ট্রিবিউটর। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান এসিআই মটরস্। বর্তমানে সারাদেশে এর ৩৯টিরও বেশি থ্রি-এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস্) ডিলার পয়েন্ট এবং দুটি এসিআই ফ্ল্যাগশিপ সেন্টার রয়েছে।

এসিআই মটরস্- ইয়ামাহা বাংলাদেশে নিয়ে এলো স্পোর্টস লুক স্কুটারের ‘রে জেড আর স্ট্রিট র‌্যালি’। এই স্কুটারটির ডিজাইন করা হয়েছে পুরুষ ও মহিলা উভয় রাইডরের কথা চিন্তা করে।

এই স্কুটারটি তাই পুরুষ ও মহিলা উভয়ই ব্যবহার করতে পারবেন। স্টাইলিস ও স্পোর্টিং লুকের স্কুটারটি সহজেই সবার নজর কাড়বে।

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসিআই মটরস এর ফ্ল্যাগশিপ সেন্টার ইয়ামাহা থ্রিএস সেন্টার, তেজগাঁও এবং প্লাটিনাম ডিলার পয়েন্ট-ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুর ৬০ফিট রোড, মিরপুর ২, ঢাকায় ডেলিভারি শুরু করা হয় স্ট্রিট র‌্যালি স্কুটারের।

অনুষ্ঠানে এসিআই মটরস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রতরঞ্জন দাস এবং এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

More News Of This Category