দেশের বাজারে মার্কিন প্রযুক্তি ব্র্যান্ড আইলাইফের নতুন তিনটি মডেলের ল্যাপটপ উন্মুক্ত করেছে কম্পিউটার আমদানিকারক প্রতিষ্ঠান সুরভী এন্টারপ্রাইজ লিমিটেড। নতুন তিনটি মডেল হচ্ছে জেড এয়ার প্লাস, জেড এয়ার এইচ ৬, জেড এয়ার ৩।
জেড এয়ার প্লাস ল্যাপটপটিতে ১৫ দশমিক ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ৬ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক রয়েছে। সহজে বহনযোগ্য ল্যাপটপটির দাম ২৬ হাজার ৫০০ টাকা।
জেড এয়ার এইচ ৬ ল্যাপটপটি ১৪ দশমিক ১ ইঞ্চি মাপের। এতে রয়েছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ৬ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ৪ হাজার ৮০০ এমএএইচ ব্যাটারি। ১ দশমিক ৪ কেজি ওজনের ল্যাপটপটির দাম ২৬ হাজার ৩০০ টাকা।
ধাতব কাঠামোর জেড এয়ার ৩ ল্যাপটপটি ১৩ দশমিক ৩ ইঞ্চি মাপের। ইনটেল ৫০৫ গ্রাফিকস জিপিইউ, ২ দশমিক ৪০ গিগাহার্টজ গতির কোয়াড কোর প্রসেসরের ল্যাপটপটির ওজন ১ কেজি ২৮০ গ্রাম। এর দাম ২৯ হাজার ৫০০ টাকা। রাজধানীর আইডিবি ভবন, মাল্টিপ্ল্যান সেন্টারসহ বিভিন্ন কম্পিউটার বাজার ও অনলাইন শপগুলোয় ল্যাপটপগুলো পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।