1. editor@islaminews.com : editorpost :
  2. jashimsarkar@gmail.com : jassemadmin :

বাজারে সিম্ফনির নতুন স্মার্টফোন!

‘আই’ সিরিজের নতুন স্মার্টফোন এনেছে সিম্ফনি। ফোরজি নেটওয়ার্ক সমর্থিত আই ১১০ মডেলের ফোনটিতে ফুল ভিশন ডিসপ্লে রয়েছে। ৮ দশমিক ৭ মিলিমিটার পুরু ফোনটি ৫ দশমিক ৪৫ ইঞ্চি মাপের।

অ্যান্ড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমের ফোনটিতে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম রয়েছে। সনি আইএমএক্স সেন্সরে স্মার্টফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।

ডুয়াল সিমের ফোনটিতে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪.২, ওটিজি, জিপিএস নেভিগেশন, প্রোক্সিমিটি, গ্র্যাভিটি লাইট ইত্যাদি সুবিধাও রয়েছে। ফিঙ্গার প্রিন্ট সুবিধাযুক্ত ফোনটির দাম ১০ হাজার ৯৯০ টাকা।  বিজ্ঞপ্তি।

তথ্যসুত্র: প্রথমআলো ডটকম।

More News Of This Category