শিল্প-কারখানায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ সরঞ্জাম হল বয়লার। এর নিরাপদ পরিচালনা নিশ্চিত করা এবং যথাযথ রক্ষণাবেক্ষণ জরুরি। ত্রুটিপূর্ণ নির্মাণ ও পরিচালনা এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে কোন দুর্ঘটনা ঘটলে তাতে জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এ ছাড়াও পণ্যের গুণগত মান নিশ্চিত করা, দূষণমুক্ত পরিবেশ রক্ষার জন্যও বয়লারের দক্ষ পরিচালনা নিশ্চিত করতে হয়।
বয়লার সাধারণত দু’ধরনের হয়ে থাকে। ফায়ার টিউব বয়লার এবং ওয়াটার টিউব বয়লার । ফায়ার টিউব বয়লার গঠন প্রণালী জটিল এবং ব্যয়বহুল। খুব কম গতিতে স্টিম উৎপাদন ছাড়াও এটা বিস্ফোরণ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। তাই বাংলাদেশে ওয়াটার টিউব বয়লার ব্যবহার করা হয় । ওয়াটার টিউব বয়লারের আগুন থাকে বাইরে। আর ষ্টিম উৎপাদনের জন্য টিউব এর ভিতর থাকে পানি।
শিল্প মন্ত্রণালয়ের অধীন ইন্সপেকটর অব বয়লার এর অফিস থেকে বয়লার সংক্রান্ত যাবতীয় ইন্সপেকশন, রেজিষ্ট্রেশন ও সার্টিফিকেট ইস্যু করা হয়ে থাকে এবং নিম্নলিখিত আইনসমূহ ঠিক মতো মেনে চলা হচ্ছে কিনা তা তদারকী করা হয়ঃ ক. বয়লার আইন, ১৯২৩ খ. বয়লার রেজুলেশন, ১৯৫১ গ. বয়লার এটেনডেন্টস রুলস, ১৯৫৩ ঘ. বয়লার রুলস, ১৯৬১ বয়লার থেকে নিরাপদ সার্ভিস নিশ্চিত করতে একটি বাৎসরিক ইন্সপেকশন হয়ে থাকে। ইন্সপেকটর অব বয়লার এর রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পেতে নিম্নলিখিত ধাপসমূহ অনুসরণ করতে হবেঃ
এক: প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টসহ চিফ ইন্সপেকটর বরাবর আবেদন করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: ১. নির্মানের ড্রইং (৩ কপি) ২. হিটিং সারফেসের হিসাব (৩ কপি) ৩. প্রেসার যন্ত্রের শক্তির পরিমান (৩ কপি) ৪. কন্সট্রাকশনের সময় ইন্সপেকশনের সার্টিফিকেট ৫. ম্যানুফেকচার এবং টেস্টের জন্য কন্সট্রাকশন সার্টিফিকেট ৬. ম্যানুফেকচারে ব্যবহারের জন্য ষ্টীল প্রস্তুতকারকের সার্টিফিকেট ও টেস্টের ফলাফল ৭. স্টিম পাইপ সার্টিফিকেট ৮. প্রস্তুতকারকের ষ্ট্যাম্প ৯. অপারেশন এবং মেইনটেনেন্সের ম্যানুয়াল
দুই: চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক বরাবর রেজিষ্ট্রেশন ফি জমা তিন : ইন্সপেকশন (ইন্সপেকশনের জন্য সিডিউল নেয়া) চার : রেজিষ্ট্রেশনের অনুমোদন নেয়া। অনুমোদিত না হলে আপিল করা পূনরায় ইন্সপেকশন রেজিষ্ট্রেশন। বিস্তারিত তথ্যের জন্য: ইন্সপেকটর অব বয়লার এর কার্যালয় শিল্পভবন এনেক্স বিল্ডিং, ৯১ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। ফোন : ৯৫৬৭১০৮, ৯৫৬৭৩৫৩