বাজার থেকে মেয়াদোত্তীর্ণ তেল ফেরত এনে নতুন তেলের সাথে মিশিয়ে আবারো বাজারজাত করছে পুষ্টি সয়াবিন তেল। এমনকি তেলের মান নিয়ন্ত্রণে যে পরীক্ষা করা হয়, তাতে ব্যবহার করছে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক।
এ সব অনিয়মে পুষ্টি সয়াবিন তেলকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে পুষ্টি সয়াবিন তেলের রিফাইনিং কারখানায় এই অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ এই সব তেল বাজার থেকে ফেরত এসেছে।
এই তেলই আবার পাইপ লাইনে ঢেলে মেশানো হচ্ছে নতুন তেলের সাথে। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে পুষ্টি সয়াবিন তেলের রিফাইনিং কারখানায় চলছিল তেলে ভেজাল মেশানোর এই কাজ। র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে হাতেনাতে ধরে এই অনিয়ম।
শুধু এখানেই থেমে নেই। তেল বাজারে ছাড়ার আগে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক দিয়েই চলছে মান পরীক্ষা। এ সব অনিয়মের দায়ে পুষ্টি তেলকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এদিকে বিএসটিআই স্বীকার করেছে, তাদের কর্মকর্তাদের গাফিলতিতে আসল ঘটনা লুকিয়ে ছাড়পত্র নিচ্ছিলো পুষ্টি তেল। তথ্যসূত্র: ডিবিসি।