বিতরণকৃত ঋণের প্রকৃত অবস্থা জানতে দেশের সকল ব্যাংকেই বিশেষ অডিট করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে এ কথা জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, বিতরণকৃত ঋণের প্রকৃত অবস্থা জানতে সকল ব্যাংকে স্পেশাল অডিট করা হবে। ব্যাংকিং খাতে অনিয়মের সকল সত্য উদঘাটন করা হবে, আমরা সত্য জানতে চাই।’
অডিটের জন্য অর্থমন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আর্থিক বিভাগের সচিব বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলেই একটি কমিটি করা হবে। এই কমিটির তদারকিতে সব ব্যাংকে অডিট পরিচালনা করা হবে। অডিটের জন্য তিনটি ফার্মকে দায়িত্ব দেয়া হবে।’
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি ব্যবসা বন্ধ করতে আসিনি। তবে অসৎ ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না। আর আমরা যারা তাদের সহযোগিতা করছি তাদেরও চিহ্নিত করা হবে।’